অস্পষ্টতা
- শাওন সারথি

এমন মাঘের কোন এক শেষে
তুমি গিয়াছিলে চলে
দুরতর নদীর মত।
শীতের রাতের কুয়াশায়
কিংবা ডুমুরের ফুলের মত অস্পষ্ট!
মনে হয় এর চেয়ে আরও অন্ধকার
এমন শীতের রাত্রেই,
হে অন্ধকারের যবনিকা
তুমি তার জল হলে না।
কস্তুরি ফুলের মতই অন্ধকারে
অথবা পুকুরের বদ্ধ জলে
আমাদের পাশাপাশি কবিতার আবৃত্তি
এখনও খেলা করে।
এমন মাঘের কোন এক শেষে
তুমি গিয়াছিলে চলে।

......শাওন সারথি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।