মুখোমুখি দাড়িয়ে
- শাওন সারথি

বিরোধী দল যদি সংবিধান মেনেও নেয়,
কিংবা সরকারী দল যদি তত্ত্বাবধায়ক দাবি নির্বাচনে যায়!
তাহলেও আমার কিচ্ছু আসে যায় না।
সেদিন রাজপথে মুখোমুখি দাড়িয়ে তাই
তোমায় স্ট্রেটকাট বলে দিয়েছি ভালোবাসি।
প্রয়োজনে হরতাল হবে,
অবরোধ হবে,
চারিদিকে ধ্বংসযজ্ঞ হবে,
তোমার ভালোবাসার কাঙ্গালেরা মৃত্যু উল্লাস করবে,
হয়তো আমিও!
তাতেও আমার কিচ্ছু আসে যায় না।
রাজপথে মুখোমুখি দাড়িয়ে তাই তোমায় বলে দিয়েছি
ভালোবাসি।
এর অন্যথা হবার কোন সুযোগ নেই।



.........শাওন সারথি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।