শীতনিদ্রা
- শাওন সারথি
কোন একদিন আমারও মৃত্যু ঘটবে!
হয়তো এমন কোন শীতের রাত্রে,
আবছা কুয়াশার অন্ধকারে শুয়ে রব।
অন্ধকারের নরম ঘাস স্পর্শ করবে চিবুক।
কোনদিন আর জাগবনা ভেবেই
কাতরতা বাড়াবে অস্থিরতায়
জীবনের অজস্র লেনদেন।
পরিচিত মুখের ঘন নিঃশ্বাসেই ওম পাবে
হয়তবা কস্তুরি ফুলের মতই সারারাত জেগে জেগে।
যে নারীর মৃত্যু হয়েছিল এর চেয়ে ঢের আগে
এই পৃথিবীর ধুসর পথে।
মান্দার গাছের নিচে একা একা
যে নারী বলেছিল,
কোন এক পউষের শেষেই
আমাদের দীর্ঘ জীবনের কবিতারা পাবে দুদণ্ড অবসর।
শীতের এমন হিম অন্ধকারে
কোন একদিন হয়তো আমারও মৃত্যু ঘটবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।