জীবনের সাধ
- শাওন সারথি

তার উপেক্ষার ভাষা আমি জানি না।
পউষের কোন এক রাত্রে
শিম গাছের ডগায়
কিংবা লাউএর মাচার নিচে
অন্ধকার আরও কিছুটা গাঢ় হলে
নিথর হবার আয়োজন চলে।
যে বাদুড় উড়ে গেছে
সন্ধ্যার আবছা অন্ধকারে
হয়তোবা তার চিকন স্বরের মত
আমাদের এই যাপিত জীবনের সাধ!
তবু কোন একদিন
পউষের হিম এমন রাত্রেই
হিজলের গাছের ছায়ায় আর
যে আমের মুকুল ঝরে গেছে উঠানে উঠানে
তাদের সাথে নিয়েই
কুয়াশায় জড়াবো মৌনতায়।
শিমের দানার মতই
ওম দেবে দুর্বোধ্য উপেক্ষার ভাষায়।

... শাওন সারথি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।