বাক গুলো একলা একা
- সুজন শর্মা - প্রেম
সাধনের সময়ে আমি সে ছিলাম প্রতিকুলে ;
ভালোবাসার চাদরে কি গো সাধন লাগে-
মনের মিল হলে?
তোমার এখন সঙ্গী হয়েছে,
নতুনের নিয়ে আছ বড্ড সুখে-
আমায় যদি কোন দিন হঠাৎ মনে পড়ে,
সখা বলে ডাকিও শুধু-
তোমার মিষ্টি মুখে.!
করব না গো বিরক্ত আর-
রব একা একা-
বামন হয়ে চাইলে কি গো, পাব চাঁদের দেখা!
বিদায় বেলায় ওগো প্রিয়-
সালাম শুধু নিও-
কষ্ট সুখের উল্লাসে বাঁচার শক্তি দিও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২০-০৯-২০১৬ ২২:৪৪ মিঃ
বেশ ভাল লিখেছো । আগামী দিনের শুভেচ্ছা রইলো । আমার প্রোফাইল দেখার আমন্ত্রন রইলো ।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।