তারুণ্যের জোয়ার
- নাহিদ সরদার
তারুণ্যের জোয়ার
মো : নাহিদ সরদার
আমি মরূভূমির বুকেতে
সাগর খুঁড়েছি এক
তাঁর সেই নীল জলে
সখি ভেঁজাল পাঁ,
অাকাশের বুকে সখি লেখে তাই
হয়নি বলা-যা।
সখের বশে গিয়েছি
ঝিনুক ছুঁয়ে মুক্তা খুঁজেছি
মহাসাগরের তলে,
অাগ্নেয়গিরি ঘেটে এনেছি এক লাল টিপ,
সখিকে পরাব বলে।
চাঁদের বুকেতে বসত গেড়েছি
আকাশের পরে আকাশ দেখেছি
মঙ্গলে গল্প করেছি শেষে,
যাবতীয় অসম্ভব সম্ভব করেছি
তারুণ্যের জোয়ারেই ভেসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।