কথা কাব্য সিরিজ- ২৩৬-২৪০
- ফয়েজ উল্লাহ রবি

সত্য রয়না চাপা মাটি কিংবা পাথরে
প্রকাশ পায়, পাবে সময়ের আঘাতে।

যতোই করি ছল, গড়াবে কিন্তু আঁখি জল
প্রকাশ পাবে সত্য-মিথ্যের সঠিক ফল।

সময়ের স্রোতে ভেসে যাবে মিথ্যে যতো অংহকার
সত্যের কাছে চির ঋণী, যদিও সময় নেন দেখতে আকার।

কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে অসহায় পথিক রোজ মরে আবার বেঁচে উঠে এই খেলায় শুধু গরীব হারে।

সত্য-মিথ্যের এই যে লড়াই, এই ব্যবধান
অবশেষে সত্যের জয়, মিথ্যে তিরোধান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।