কথা কাব্য সিরিজ- ২৪১-২৪৫
- ফয়েজ উল্লাহ রবি

মহাকাল ভুলে যাবে, হারিয়ে যাব আমি-তুমি
রয়ে যাবে কর্ম, ভাল না মন্দ জানে অন্তর্যামী।

দলে-দলে ভাগ হয়ে সুখ যে গেল কই,
জান কি কেউ খবর, বলবে কি গো সই।

আমার আমার করে কাটে বেলা, আমার আসলে কি ?
কেউ কেউ আছেন যিনি ফান্তা ভাতেও রোজ চায় ঘি।

সুখ নিয়ে চলে গেল সুখির মা, অনেক আগেই গেছে মরে
রয়ে গেছে দুঃখ গুলো যেমন ছিল আগে, যেখানে ছিল পরে।

দলে-দলে বি-পথে যায় যুবক হারায় গহীন অতলে
আলোর আশে খুঁজে পথ, চল হাঁটি এক সাথে মিলে।

.
সোমবার- ১১ আশ্বিন ১৪২৩,
২৬ সেপ্টেম্বর ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।