পূজো এসে গেল কাছে
- লক্ষ্মণ ভাণ্ডারী - পূজোর কবিতা

পূজো এসে গেল কাছে
খুশিতে তাই হৃদয় নাচে,
ঢাক ঢোল বাজে পূজোর সানাই।

কচি সবুজ ধানের খেতে
প্রভাত হাওয়া ওঠে মেতে,
শরতের সাদা মেঘ ভেসে যায়।

নদীর ধারে কাশের বনে
নাচে শালিক আপনমনে
মাঝি নৌকা চালায় গান গেয়ে,

নয়ন দিঘির কালো জলে
গোছা গোছা শালুক তোলে
হাত কাটা ফ্রক পরা এক মেয়ে।

পূজোর দিনে খুশির বাহার
ঝলমলে রোদ চারিধার,
শাল পিয়ালের বনে মাদল বাজে,

শিশিরধোয়া ঘাসের পরে,
সোনা রোদ পড়ে ঝরে,
ঢাক ও ঢোল বাজে মন্দির মাঝে।

পূজোর সময় এলো কাছে
ফুল ফুটেছে শিউলি গাছে
টগর বকুল বেলি ফুটেছে আঙিনায়,

প্রভাত হাওয়া উঠলো মেতে
ঢেউ জাগে ঐ ধানের খেতে
সাদা বক ভেসে চলে আকাশের গায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।