প্রিয়তমা
- ফয়েজ উল্লাহ রবি
যে দিন দেখেছি তোমায় সেই সন্ধ্যারও ক্ষণে
সেই থেকে আছো মিশে অন্তর মনের কোণে।
আর কিছু লাগেনা ভাল থাকি সদা আনমনে
হে অপরূপ রূপবতী তোমায় দেখি সঙ্গোপনে।
সাজবে জীবন মধুর সুরে, কাটবে গানে গানে
কাটে আমার বেলা, চেয়ে তোমার পথ পানে,
ওগো প্রিয়তমা দাও দেখা, তুমিহীন দুঃখ পরাণে
কি করে ভুলি তোমায়, শুধু ভুলাতে পারে মরণে।
মঙ্গলবার- ২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা ০৯/০৮/২০১৬ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।