তুমি আমার
- ফয়েজ উল্লাহ রবি
তুমি আমার সাত রাজারই ধন
তোমাকেই চাই এই আমার পণ।
ভাল্লাগেনা এক মুহূর্ত,
না দেখলে তোমায় আসে যেন মরণ।
তুমি আমার নীল আকাশ, সাগর নদী জল
তোমাতে পৃথিবী আমার, তুমি মূল্যবান্ ফল।
সাজাবো স্বপ্নের ভুবন, রঙ্গীন জীবন সাথে চল-
আঁধার শুধু করে খেলা, তুমিহীন আমি আকুল।
আর কিছু না চাইবো আমি, যদি তোমায় পাই
আগে - পরে, সামনে - পিছে সব খানেতে তোমায় চাই,
ভোর দুপুরে, সন্ধ্যা - রাতে দেখতে শুধু তোমায় পাই
চল ছেড়ে সব তুমি আমি ভালবাসায় সুখে হারাই।
সোমবার - দাম্মাম - সৌদিআরব
২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা ০৮/০৮/২০১৬ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।