মধ্যবিত্ত-এক
- ফয়েজ উল্লাহ রবি
এক টাকা কামাইরে ভাই
দুই টাকা হয় খচ্ছা,
টানা-পোড়েনে চলে সংসার
থাকেনা কিছুই গচ্ছা।
তেলের দাম নূনের দাম
বাড়ছে বাজার দর,
মধ্যবিত্ত জীবন নাভিশ্বাস,
শুধু ধুকে ধুকে মর।
বাসের ভাড়া, বাড়ী ভাড়া
বিদ্যুৎ গ্যাস আর পানি,
দাম কমানোর প্রতিদিনই
নেতা দিচ্ছে শুধু বাণী।
বিদ্যালয় ফি দ্বিগুণ হলো
ডোনেশন চাই লাখ
এতো খচ্ছা বয়ে ভাবছে কর্তা,
জীবন নিপাত যাক।
সংসারের টানছে ঘানি
কুলুর বলদ সারা জীবন
সুখের আশে চলছে যে
হঠাৎ এসে যায় মরণ।
.
রবিবার- ২০ ভাদ্র ১৪২৩,
০৪ সেপ্টেম্বর ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।