ঈদের বাজার
- ফয়েজ উল্লাহ রবি

ঈদ এসেছে ঈদের বাজার
জমে গেছে বেশ,
কেনা-কাটার ধুম লেগেছে
খুশিরই আবেশ।

পশুর বাজার; পা রাখার
নেই যে কোন জো,
মিডিয়াতে চলছে দেখ
পশুর ফ্যাশন শো।

গরু-ছাগল আর উট
কারটা বেশি বড়,
খোঁজ মোটাতাজাটা
দরি শক্ত করে ধর।

“বনের পশু দেবে কোরবানি
মনের পশু নয়,
মিছেই সব আয়োজন
শুধুই অর্থ ক্ষয়”।

.
বুধবার, ২৩ ভাদ্র ১৪২৩,
০৭ সেপ্টেম্বর ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।