মেঘ বালিকা
- ফয়েজ উল্লাহ রবি

তখন বয়স আঠার কিংবা বিশ
এক যে ছিল ভীরু “মেঘ বালিকা”
করেছিলাম প্রেম নিবেদন-
ওমা! সে কি; করলো নালিশ।
এতো বছর দেখিনি কোথায় ছিল
রাখিনি তো খবর “মেঘ বালিকা”
বদলে গেছে, আজকের দিনে-
সে যে এখন, সাহসী এক পুলিশ।

২৮ ভাদ্র ১৪২৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।