লাবণ্যময়
- ফয়েজ উল্লাহ রবি
কি দারুণ! দেখতে নারী
রূপে তোমার ঝড়ে যেন নূর,
রক্ত মাংসে মানবী তুমি
যেন জান্নাতেরই হুর।
মুগ্ধ নয়ন দেখে তোমায়
হৃদয়ে বাজে মধুর সুর,
কোন কিছু ভাল লাগেনা
থাক যখন তুমি দূর।
তোমার হাসি কাঁড়ে মন-প্রাণ
তুমি যেন সদ্য ফুটা গোলাপ ফুল
চিনতে তোমায় করিনি তো ভুল
প্রকৃতিতে লাগে মধুর দোল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।