একা নই
- ফয়েজ উল্লাহ রবি

এই জগতে দুঃখি মানুষ আমি একেলা নই
আগুন বুকে আগ্নেগিরি একা কি আর সয়।
সাগর যতো গভীর জলে, জলের খেলা করে
তীরের দুঃখ সাগর বুকে অনাদি কাল রয়।

শ্রাবণ মেঘে আকাশেরই কান্নার জল ঝরে
বৃষ্টি বলে মানুষ তাতে ভিজে (স্নান) করে,
চোখের মাঝে দুঃখের নদী কান্নার লোনা জল
পাহাড়ের দুঃখ ঝর্ণা হয়ে ঝরে এই তার ফল।

রাতের আলো কালো ছড়ায় আঁধার করে রাত
ঊষার আলোয় পাবে দেখা, দেবে সবাই সাথ,
একা কেঁদে ক্লান্ত তুমি, সঙ্গ কী দেবে কেউ ?
সবার মাঝে দুঃখ বিরাজ, নয় সুখি, দুঃখি সেও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।