ইচ্ছে করে
- ফয়েজ উল্লাহ রবি
ইচ্ছে করে তোমার মনের ঘরে রোজ দেই উঁকি
কল্পনাতে জীবন পটে শুধু তোমারই ছবি আঁকি।
হিরা মণি মুক্তায় সাজিয়ে রাজ সিংহাসনে রাখি
আদর সোহাগ ভালবাসা, রয় না যেন এতোটুকু বাকী।
মনের দোয়ার খুলে আমি তোমায় শুধু ডাকি
কোথায় থাক দূরে সরে, ওগো পরাণ পাখি।
তোমায় পেলে সাজবে সুখে, ভালবাসার ঘর
রাখবো ধরে জনম ভরে, করবো না কভু পর।
তুমি ছাড়া নেই যে কিছু, বাকী সব লাগে যেন মিছে
যেখানেই যাও না তুমি আসবো আমি ফিছে ফিছে,
ভাল্লাগেনা তুমি বিনে, বুঝেছি; আমার সুখটা কিসে
এসো ফিরে ভালবেসে দু’জন দু’জনাতে যাই মিশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।