প্রেম-বাষির্কী
- ফয়েজ উল্লাহ রবি

আজকের এই দিনে এসেছিলে মোর ঘরে হয়ে ঊষার আলো,
অমৃত ভালবাসা দিয়ে আমি তোমায়, তুমি আমায় রেখেছ ভাল।
যতো কান্না, যতো দুঃখ, আঘাত-ব্যথা পালালো দূরে, মনের কালো,
এই প্রেমের সম্পর্ক চির অম্লান, তুমি এসে স্বর্গ সুখের প্রদীপ জ্বাল।

তোমার মাঝেই নতুন দিনের নতুন আগামীর স্বপ্ন করে বাস
তুমি এসে সাজালে জীর্ণ ঝরা হৃদয় মাঝে সুখের আবাস।
সেই তুমি যার অপেক্ষায় কেটেছে আমার অনাদিকাল,
যতো দিন তুমি র’বে সঙ্গে আমার আসবেনা কখন আকাল।

যখন ছিলে না কেমন যেন শূণ্য জীবন, খালি ছিল হৃদয় ভূমি
সবুজে সমারোহ করে দিলে, সাজালে চিরশ্যামল পৃথিবী তুমি।
কথা দিলাম দুঃখ-সুখে, কান্না-হাসি সদা পাশে থাকবো আমি,
শুধু তুমি আমার, কতোটা তোমায় ভালবাসি জানে অন্তর্যামী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।