অপেক্ষা
- ফয়েজ উল্লাহ রবি

অপেক্ষা!! এক হতাশা জনক শব্দ।
তবু আমি অপেক্ষায় থাকি,
অপেক্ষায় থাকি বন্ধুর উষ্ণ ভালবাসার শত্রুর চুরার অপেক্ষায় থাকি,
তবু অপেক্ষা আমার শেষ হয় না তোমার জন্য আলাদা অপেক্ষা আমার,
চল দু’জনে ঘর বাঁধি পাহাড়ে সবুজে ঘেরা কিছুটা আলো কিছুটা আঁধার,
হউক না তা ছোট, পাহাড় না হলেও চলবে, হউনা তা ছোট টিলা
বল যাবে কী ? সে পথ ধরে, যে পথে হয় তো কেউ আগে যায় নি
চল আমরাই সেই পথকে মশ্রিন করে দেই।

সূর্য যেখানে ডুবে ঐ সাগরের ওপাশে হয় তো জন মানব থাকতে পারে
বা নাও থাতে পারে চল হাতে হাত রেখে চলি-
সেই পথে পানির উপরই না হয় ঘর বেঁধে নেব,
রোজকার খাবারে শুধু মাছের আইটেমই না হয় থাকলো,
হয় তো বা এক ঘেয়েমি লাগতে পারে।
তবু যাবে কী? চল দু’জন মিলে সেই পথে পা বাড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।