ইবাদত
- ফয়েজ উল্লাহ রবি

ঠান্ডা বা গরম
রুখতে পারেনা মরণ
সদা জাগে মনে ভয়
মৃত্যু কেমন জানি হয়।
এসেছি একা ভবে
সঙ্গে কেউ না র’বে
শূন্য হাতে যাব একা
পাব না কারও দেখা
যাবে শুধু সঙ্গে সেই
ভাল কাজ গুলো যে।
ইবাদতে পাগল মন-
কেন যে বসে না।
র’ব কাটে যেন সময়
তোমারই উপাসনা।
দাও মোর হেদায়াত
করি তোমার ইবাদত
দূর যেন না হই কভু
তোমার করুনা প্রভু
যপে যপে তোমার নাম
এই যেন হয় মোর কাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।