বি-পথ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

হায় হায় হায়-------
শয়তান মরে লজ্জায়,
ইবলিশের যত চাল,
ছেড়েছি ঈমানের হাল,
নামাজ না পড়িলে যায়না মান,
কুরবানিতে খুঁজি যত সম্মান।
যাকাতের বেলায় আমি বে-খবর,
মারহাবা দানে তুলি দাম্ভিক ঝড়।
রোযা রাখে রোযদারি,
ভোজন সভায় বসে করি ইফতারি।
ফজর ঘুমে কাটে, ধরি ঈদের জামাত,
শোর ঘোলে গরম, করে আসি মাঠ।
মক্কা থেকে নিয়ে আসি হাজীর খেতাব,
অভুক্ত-রোগাক্রান্ত, শায়িত মা-বাপ।
টিওশন ফী প্রদানে করি হাজার ঋণ,
ইমামের বেতনের বেলায় সাজি মিসকিন।
পর্দাকে ফ্যাশন করে-
নারীরা নগ্ন চড়ে,
উপহার-যৌতুকি
মোহর থাকে বাকি,
জ্ঞানীরা ঘুমের ভানে, কানে দেয় তালা,
মূর্খরা হুঙ্কারে উঠে, দেয় কুরআনের ফয়সালা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।