অপেক্ষা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে পরী তুমি আসবে বলে
প্রতি রাত্রে অন্তরীক্ষে চেয়ে থাকি!
তোমায় আলিঙ্গন করব
তোমার টইটম্বুর যৌবন তটনীতে
কায়া ভাসিয়ে কল্লোল সৃষ্টি করব
তোমার ওষ্ঠ-আনন-ললাটে চুম্বন করব!
সেই আশে অপেক্ষার প্রহর গুনছি
কিন্তু,তুমি নেই লাপাত্তা
নেত্র স্থবির হয়ে পড়ছে
অন্তরীক্ষে চেয়ে থাকিতে-থাকিতে?
হে পরী এসো জলদি এসো
আমার বক্ষে এখানেই তোমার অমরাবতী
এখানেই সকল সুখ খুজে পাবে
তোমার পুরীতে তো কিছু নেই
মনি-মুক্তা-হিরণ ছাড়া
নেই তোমার সুদর্শন প্রেমপতি।
আমার বসুন্ধরায় সবি আছে
গিরি-শৈল,পক্ষী-বিহঙ্গ
বৃক্ষরাজি-তরুলতা,অরণ্য-কানন,
শিখন্ডী,ভুজঙ্গ,মৃগরাজ
আছে মধুময়-প্রেমময় মধুরাজ বসন্ত
তোমার পুরীতে কিছু নেই
নেই প্রকৃতির অপার সৌন্দর্য।
হে পরী এসো এসো
তোমার প্রেমপতির অভিলাষ পূরণ করো!
নচেৎ অন্তরীক্ষে চেয়ে থাকবে না সৈই জন
মহা তমিস্রায় হারিয়ে যাবে
হবে তোমার প্রেমপতির অবসান?

৮.১০.২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।