সেই দিনের অপেক্ষায়...
- অনির্বাণ মিত্র চৌধুরী
নষ্ট এ সমাজ একদিন শুদ্ধ হবে
কেউ একজন আলোকবর্তিকা হাতে আসবে
ঘুচাবে সকল অন্ধকার।
আমি সেইদিনের অপেক্ষায়...
কেউ একজন আসবে ন্যায়ের ঝান্ডা হাতে
ঝেঁটিয়ে বিদায় করে দেবে সব অন্যায়
ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে নষ্ট পাপীদের।
সৃষ্টি হবে এক মহাপ্রলয়।
ঘুষখোর, চাঁদাবাজরা সেদিন উড়ে যাবে।
সব অবৈধ কারবার বন্ধ হবে।
যত অনিয়ম, দুর্নীতি - সব থেমে যাবে।
হয়তো, শান্তি আসবে।
একদিন মানুষের মগজ হ্যাক হবে
সমস্ত পাপ-চিন্তা মুছে যাবে
হিংসা-বিদ্বেষ-কলহের অবসান হবে।
বিষাদের কালো ছায়া কারো গায়ে পড়বে না।
পূণ্য আলোয় আলোকিত হবে চারিদিক।
ভ্রাতৃত্ববোধের আবীরে রাঙা হবে পৃথিবী
রক্তগঙ্গা আর বইবে না সাগরে।
হয়তো, সমতা আসবে।
হয়তো সেদিন জাতি-ধর্ম-বর্ণপ্রথা প্রাচীণ হয়ে যাবে
মানবধর্মে দীক্ষিত হবে সবাই
মনুষ্যত্বের বিজয় নিশান উড়বে দিকে দিকে
আর আমি সেই দিনের অপেক্ষায়...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।