সাত ভাই চম্পা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সাত ভাই চম্পা
ঐ দেখ নীল আকাশে,
চাঁদ মামার কিরণে
দেখা যাচ্ছে ফ্যাকাশে।

ইলিক-বিলিক করে তারকারাজি
সাত ভাই চম্পার দ্বারে,
অসুর দেবতা আসতে পারে না
শরীরে অগ্নি ধরে।

সাত ভাই চম্পা
চুপটি করে রয়!
তারকারাজির কিরণে
সাত ভাই চম্পা উদ্দীপ্ত হয়।

বিপদে-আপদে তারকারাজি
থাকে সাত ভাই চম্পার পাশে,
তারকারাজির এমন ভালবাসায়
সাত ভাই চম্পা নিত্য হাসে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।