কোজাগরী লক্ষ্মীপূজা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
কোজাগরী লক্ষ্মীপূজা মহা ধূমধাম,
মা লক্ষ্মীর চরণেতে জানাই প্রণাম।
বিষ্ণুর বনিতা তুমি রূপে অনুপমা,
বিশ্বজুড়ে হেরি তব অমর মহিমা।
শোভিছে মঙ্গলঘট তাহে আম্রশাখা,
চৌদিকে সুদৃশ্য বহু আলপনা আঁকা।
ধূপ দীপ শঙ্খ ঘণ্টা প্রসাদের থালা,
সুগন্ধি চন্দন আর পত্র পুষ্প মালা।
শুক্ল পূর্ণিমা তিথিতে দেবীর পূজন,
পুরোহিত মন্ত্র পড়ে হয়ে একমন।
পূজান্তে পাঁচালিপাঠ ভক্তিযুক্ত মনে,
খিচুড়ি প্রসাদ ভোগ খায় সর্বজনে।
করি আরাধনা আমি ভক্তিসহকারে,
অন্ন দেহ ধন দেহ জননী আমারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।