চোরাবালি পথ
- অনির্বাণ মিত্র চৌধুরী

অজানা এক পথ ধরে হেঁটে চলেছি
যেখানে সমস্ত কিছুই অচেনা।
হেঁটে যাচ্ছিই তো হেঁটেই যাচ্ছি
খুঁজে পাচ্ছি না শেষ সীমানা।
আমি কি তবে ভুল পথেই চলে এলাম?

এই পথ অনেকটা চোরাবালির মত
টেনে টেনে নিয়ে যাচ্ছে অতলে
ফিরে আসার অদম্য, আপ্রাণ প্রচেষ্টাও
বারে বারে যাচ্ছে বিফলে।
অদৃশ্য কোনো এক শক্তি টেনে নিয়ে যায়
গভীর থেকে আরও গভীরে
সমস্ত সক্রিয় সত্ত্বার নিষ্ক্রিয়তায়
হতাশা ভর করে শরীরে।
ক্লান্ত, অবিশ্রান্ত জীর্ণ মন, চোখ বুজে
মুক্তির আশা খুঁজি অবিরত।

এই পথের প্রতিটি বালুকণাই
আমার ভীষণ অচেনা মনে হয়
যেখানে প্রতিটি পদক্ষেপই
ভীষণ আক্ষেপময়।
ফিরে যাবার কোনো উপায় নেই
আর ভবিষ্যতটা ঘন তমশাময়।
তাই অন্ধের মত হাতড়ে বেড়াই
যদি এমন কিছু পেয়ে যাই
যা দিয়ে হয়তো পার হওয়া যাবে
এই বিভীষিকাময় অন্ধকার পথ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।