মধ্যবিত্ত-দুই
- ফয়েজ উল্লাহ রবি
সুখ-সুখ করে কাটছে জীবন, চলছে যে তার গতিতে
সবাই কি আর পায় গো সুখ, শোয়ে লাখ টাকার গদিতে।
দুঃখ নামের জাহাজ খানা চলছেনা যে সাগর-নদীতে
বুকের মাঝে বসে সে যে থাকছে আমার-আমাতেই।
মধ্যবিত্ত ভাবনাতে- ছোট ছোট স্বপ্ন শুধু, পূরণ হবার সাধ্য নেই
হঠাৎ একদিন ডাক আসিবে,
নিমিষে খেলাঘর মিটে যাবে মাটিতেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।