ভালবাসা এক জাত?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

১.
কিসের মুসলিম কিসের হিন্দু
কিসের বৌদ্ধ-ক্রিশ্চান/খ্রিশ্টান,
ভালবাসার কোন ধর্ম নেই
নেই জাত-পাতের ব্যবধান
ভালবাসা এক জাত সকল মানুষের প্রাণ?

২.
জাত-পাতের যাতা কলে
করিও না ভালবাসা কে পৃষ্ঠ!
ভালবাসা যদি লুপ্ত হয়ে যায়
এ ধরার মানব কূলের ধংস হবে সৃষ্ট?

ভুল বললাম বুঝি.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।