পরাজিত সৈনিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এক ফোঁটা ভালবাসা চেয়েছিলাম
বিনিময় এক সাগর কষ্ট দিলে
ভালবাসা কি পাপ হে মনোহারিণী কন্যা?
ভালবাসা যদি পাপ হয়ে তবে
তোমার পানে আর চাইব নে!
তোমার খিল খিল হাসি আর শুনব নে!
তোমাকে দেখার প্রতিক্ষায় কলেজের বারান্দায়
আর চেয়ে থাকব নে!
তোমায় নিয়ে আর ভাবব নে!
তোমায় নিয়ে আর স্বপ্ন দেখব নে!
তোমার কষ্টের সাগরে যে
ভালবাসার সুখ পাচ্ছি তা আমার কাছে অবিদিত।
তুমি হয়তো অন্যের ঘরনী হবে
হয় তো পাবে আমার চেয়ে ভাল কেউ
তবে,আমার মত ভালবাসা পাবে না?
তোমাকে দূর থেকে যতটা ভালবেসেছি
কাছ থেকে হয়তো সহস্র গুণ ভালবাসিতাম!
কিন্তু,তা ভাগ্যে লেখা নেই...
ভালবাসার যুদ্ধে পরাজিত হয়েছি
আর হারব না কিসে কি ছিল আমার
ভালবাসার যুদ্ধে লড়াই করার কোন
অস্ত্র ছিল না, কোন ক্ষমতা ছিল না,
শুধু ছিল একটা ভঙ্গুর কাঁদা মাখানো মন?
যার কোন সৌন্দর্য নেই,চিকনাই নেই,দাম নেই,গুণ নেই
সে যুদ্ধে হারবে না কিসে....
তুমি জয়লাভ করেছ তোমার সবি আছে
সৌন্দর্য আছে,গুণ আছে,দাম আছে
ভালবাসার মত মন আছে...
আছে ভালবাসার মত সেইজন।।
আমি ভালবাসার যুদ্ধে পর্যদুস্ত হয়েছি বলে
তোমার মঙ্গল কামনা করব না!যেথায় থাকিও ভাল থাকিও হে মনোহারিণী কন্যা???


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।