বাড়ী
- ফয়েজ উল্লাহ রবি
বাড়ী আমার কুমিল্লাতে
থাকি দেশের বাইরে
রোজ রাতেই ঘুম ভেঙ্গে যায়
দেশের স্বপ্নে ভাই রে।
সবুজ শ্যামল বাংলাদেশের
রামচন্দ্রপুর গ্রাম,
গাঁয়ের পাশে ছোট্ট নদী
কাঁকড়ী যে তার নাম।
বর্ষা কালে কলার ভেলায়
ধানের ক্ষেতে ঢেউ,
হারিয়ে যায় সে দিনগুলো
রাখলো মনে কেউ?
জাল দিয়ে মাছ ধরতে পারি
যাইনি আমি ভুলে,
অথৈ জলে হারাইনি আর
ফিরতে পারি কূলে।
বাড়ী আমার কুমিল্লাতে
থাকি দেশের বাইরে
রোজ রাতেই ঘুম ভেঙ্গে যায়
দেশের স্বপ্নে ভাই রে।
সোমবার- ০৯ কার্তিক ১৪২৩,
২৪ অক্টোবর ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।