ইউনিভার্সিটির ভুত
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ইউনিভার্সিটির ভুত মাথায় চড়ে
করছে ভাই নৃত্য!
ইউনিভার্সিটিতে পড়া না অদ্যাবধি
স্বস্তি পাচ্ছে না এ চিত্ত।

হে বন্ধু
কিসে দিলে মাথায় ইউনিভার্সাটির ভুত চেপে
ভাল-মন্দ কিছু বোঝে না এ চিত্ত
একটুতে যায় খেপে???


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।