বাধ্য সাঁতারু
- রায়হানুল এফ রাজ - বিষাদ কাব্য ১৩-০৫-২০২৪

পদ্মার বিস্তীর্ণ দ্বীপে তোমার নাম লিখে দিয়েছি,
তুমি তাতে মনের মানুষ নিয়ে,
সুখ রচনা করবে।
আমি বৈঠা হারিয়ে,
সাঁতরিয়ে পদ্মা পাড়ি দেব।
শুশুকের মতো ক্ষণে ক্ষণে,
মাথা তুলতে তুলতে।
সুখ রচনার সাক্ষী হবো না,
হবো অবাধ্য ঢেউয়ের বাধ্য সাঁতারু।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।