দন্তস্য ফিচারিং তুলাদণ্ড
- দন্তস্য সিফাত

তোমার ভালবাসার মত বিশাল কোন এক আকাশ ছিল না,
যেখানে আমি উড়ে বেড়াতে পারি !

তোমার কণ্ঠের মত সুমধুর কোন গান ছিল না,
যা শুনে আমি মুগ্ধ হতে পারি !

তোমার হাসির মত দামি কোন মুক্তো ছিল না,
যা দিয়ে আমি এক পৃথিবী কিনতে পারি !

তোমার চুলের মত শীতল ছায়া কোথাও ছিল না,
যেখানে আমি শ্রান্ত হতে পারি ।

তোমার চোখের মত গভীর কোন দিঘি ছিল না,
যেখানে স্নান শেষে আমি আবার শুদ্ধ হতে পারি ।

তোমার কোল ছাড়া এমন কোন কবর ছিল না,
যেখানে যাবার জন্য আমি হাজারবার মরতে পারি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৫ ১৮:৫৮ মিঃ

darun @.@@

২৮-০২-২০১৪ ২২:২৮ মিঃ

অসাধারণ

২৭-০২-২০১৪ ১৩:১৫ মিঃ

চমৎকার।