প্রজাপতি
- আমানত উল্লাহ সোহান

রূপের বাহার প্রজাপতি
নাচে ঘাসে ঘাসে,
ফুলের বুকে চুম দিয়ে ফের
পাতার বুকে হাসে ।

প্রজাপতি প্রজাপতি
রঙিন তোমার ডানা,
ঘাসের বুকে পাতার ফাঁকে
উড়তে তো নেই মানা ॥

রঙিন ডানায় উড়ে উড়ে
যাওযে অনেক দূরে,
তোমার সাথে নিবে আমায় ?
ঘুরবো অচিনপুরে ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।