থাকতে চাই
- ফয়েজ উল্লাহ রবি
শুধু নয় আপনারে বাসিয়া ভাল
অন্যের হৃদয়ে জ্বালিয়ে আলো।
মন-প্রাণ উজার করে যারে ডাকি
হৃদয়ের মন-মন্দিরে তারে রাখি
সেই কি গো যাবে মোরে ভুলে ?
তবে; আমি তো একদিন যাব চলে।
পৃথিবী মায়া ছেড়ে যদিও চলে যাই
ভালবাসা শুধু ভালবাসায়
আমি বেঁচে থাকতে চাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।