দেয়াল
- ফয়েজ উল্লাহ রবি

যতোই দূরে হউক না বাড়ী
যতো দূরেই ঘর,
মনের মিলে এক হয়েছি
হবে না কো পর।
এই বাংলাতে আমার বাসা
ও বাংলায় তুমি,
কে দিল গো দেয়াল মাঝে
জানে অন্তর্যামী।
কোন বাধার দেয়াল পারবে কো
তোমায়-আমায় করতে দূর,
আমরা দু'জন একটি গাছে দুইটি ফুল
জানে মনের অন্তপুর।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।