ইন্দুরাণী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রতিদিন কলেজ যাই
শুধু ইন্দুরাণীকে দেখার জন্য!
কখনো বসে থাকি শহীদ মিনারের পাদদেশে
আবার কখনো ফুচকাওয়ালার টুলে
কিন্তু,ইন্দুরাণীর দেখা মেলে না
ইন্দুরাণী দূষ্টির গোচরে আর আসে না!
ওর কিরণ ছড়ায় না...
খিল খিল করে পাগলীর মত হাসে না।
অপেক্ষায় থাকি কবে আসবে ইন্দুরাণী
না ইন্দুরাণী নেই লাপাত্তা!!
কখনো এক তলা,কখনো দু তলা কখনো তিন তলা পায়চারি করি ইন্দুরাণীকে দেখব বলে
হয়তো ক্লাসে আছে...
কিন্তু নেই নেই কোথাও নেই
কলেজের কোথাও নেই ইন্দুরাণী নেই?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।