কেন ধর ভুল
- ফয়েজ উল্লাহ রবি

কেন কেন শুধু তুমি ধর আমার ভুল,
দাঁড়িয়ে আছি তোমার জন্য, হাতে নিয়ে ফুল।
মিলবো দু’জন এক মোহনায়
যেখানে মিলছে নদীর দু’কূল।
কতো আমি বাসি ভাল দেখাবো কি দিয়ে
স্বপ্ন শুধু মনে সাজাবো সুখের ঘর তোমায় নিয়ে।
তুমি শুধু তোমায় দেখ, আমার কি খবর রাখ ?
তোমার জন্য পাড়ি দেব সাত সাগর সৌমুদ্দোর
জাগিয়ে রাখি ভালবাসার জল সু-মধুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।