ভারপ্রাপ্ত প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে লীলাবতী রাজকন্যা
আমি আর তোমার ভারপ্রাপ্ত প্রেমিক
হয়ে থাকতে চাই না!
আমায় মুক্ত করে দাও তোমার ভালবাসার বন্ধন থেকে?
তুমি তো অন্য কারও হবে
মিছে আমায় ভারবাসার বন্ধনে আবদ্ধ করে
রাখতে চাও কেন।

কি আছে আমার?
কিসের লোভে আমার পিছে ছুটছ,
আমার তো যশ-খ্যাতি কিছুই নেই
নেই পকেট ভর্তি টাকা!
আমার তো বিলাসবহুল গাড়ি নেই
অট্টালিকা বাড়ি নেই?

কি খুজে পেয়েছ আমার মাঝে
আমি তো শ্রীহীন এক বেকার যুবক,
আজ হউক কাল হউক
আমায় ভুলে যেতে হবে।

আমি তোমায় কাপড়-চোপড়
গহনা-পাতি কিছুই দিতে পারব না
না দিতে পারব দু মুঠো ভাত।

হে লীলাবতী রাজকন্যা
তুমি আমায় ভুলে যাও
ভালবাসার বন্ধন থেকে মুক্ত দাও?

আমি তোমার মঙ্গল চাই
তোমায় সুখি দেখতে চাই!
আমি তোমায় যুবজানি করতে পারব না
তুমি অন্যের কেউ?

তুমি আমায় মুক্তি দাও
স্বস্তি দাও..
আমি আর হতে চাই না
তোমার ভারপ্রাপ্ত প্রেমিক?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।