এভাবে আর কত দিন?
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বাবা য্খন ছিল
সমাজে ছিল অনেক কদর!
নর পিচাশ মানুষ গুলোও
করেছিলে আমায় আদর?
আজ বাবা নেই
হয়েছি এতিমের সঙ্গী,
সমাজের মানুষ পর ভাবে
একটুতেই ওঠে চোখ রাঙ্গি?
মামা-মামি,খালা-খালু,চাচা-চাচী
সবাই বড় স্বার্থপর
ভাল আছি না! সুখে আছি!
রাখে না খোজ খবর?
আগের মত আর
ড্যাঙ্গ-ড্যাঙ্গিয়ে আসে না বাড়ি,
গোশত-পোলাও পায় না
ফাঁকা যে হাঁড়ি?
আগের মত বন্ধুরা
দেয় না মোরে দাম,
প্রিয়ার কাছ থেকে আসে না আর
হলুদ-নীল খাম?
হে ভাবে আর কত কষ্ট দিবে
হে মোর সৃষ্টিকর্তা,
কবে তুমি জাগ্রত করে দিবে
আমার শক্তি-স্বত্তা??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।