জীবনের হিসেব
- অনির্বাণ মিত্র চৌধুরী

মাঝে মাঝে হঠাৎ থমকে গিয়ে পিছন ফিরে তাকাই।
জীবনের ডাইরীটা আবার উল্টেপাল্টে দেখি
পাওয়া, না-পাওয়ার হিসাব মিলাতে বসি
যে হিসাব মিলে না কোনদিন, যে হিসাব কখনো মিলানো যায় না।

দিন আসে, দিন যায়
এভাবে মাসও যায়।
মাস পেরিয়ে মাস আসে;
বছরও ফুরোয়।
কিছু স্মৃতি গেঁথে যায় মস্তিষ্কের কোষে কোষে,
কিছু দুঃস্মৃতি তাড়া করে ফেরে ঘুমে, জাগরণে।
কিছু কিছু স্বপ্ন পূর্ণতা পায়,
কিছু আশা সময়ের চোরাস্রোতে ভেসে যায়।

আবারও নতুন আশা বুনি, আশায় বুক বাঁধি
পাওয়া, না-পাওয়ার হিসেব ভুলে নতুন স্বপ্ন সাজাই।
কিছু কিছু অংকের যেমন কোন সমাধান থাকে না
তেমনি জীবন সব হিসেব কখনোই মিলানো যায় না;
কিছু হিসেব না মেলানোই থাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।