কেমন আছো জানতে চাইলে
- আমানত উল্লাহ সোহান

কেমন আছো জানতে চাইলে
বলতে তুমি আমায় হেসে
আছো বড়ো ভেলো,
আমিতো সই অবাক হতাম
ক্ষণিক বাদে জানতে পেতাম
ভালোই মানে ভেলো ।

কেমন আছো জানতে চাইলে
চুপটি মেরে থাকতে বসে
আমি হতাম অবাক,
নামটি তোমার আমার মুখে
যখন তুমি শুনতে পেতে
তখন হতে সবাক ।

কেমন আছো জানতে চাইলে
মায়ার হাসি হাসতে শুধু
ডাকতে আমায় কাছে,
আমার মনে হতো তখন
হলদে ডানার সেই পাখিটি
আমার প্রাণে নাচে ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।