টু-লাইনার ২৫১-২৫৫
- ফয়েজ উল্লাহ রবি

বৃষ্টি জলে নদীতে এলো বান
মরছে মানুষ গবাধী পশুর জান।

হয় তো তাই মিথ্যে নয়,
কবি কি আর মিথ্যে কয়।

রবি ঘুমায় না সদা থাকে জেগে
ভোরের আলোয় দেখা দেয় হেসে।

আধুনিকতার সাথে সাথে
হয়তো কিছুটা চলেছি সেই পথে।

যায় না বলা মুখ ফুটে কিছু
শুধু কষ্ট গুলো নেয় পিছু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।