তুইতো আমার সেই কুহেলী
- আমানত উল্লাহ সোহান

তুইতো আমার সেই কুহেলী
দিন কি রাতে শুধুই আমায়
তুমুল ভাবে বাসতি ভালো,
রাগ করে ফের ক্ষণিক বাদে
এ বুকেতে চুপটি করে
খুঁজতি শুধু প্রণয় আলো ॥

তুইতো আমার সেই কুহেলী
হার মানাতি আকাশটাকে
একগোছা চুল মেলে দিয়ে,
বুকের মাঝে শার্টের কলার
আপন মনে নিতি টেনে
একটুকু সুখ খুঁজতে গিয়ে ॥

তুইতো আমার সেই কুহেলী
আমার বুকের জোয়ার-ভাটা
আমার বুকের চন্দ্রমালা,
ভালোবাসার নিষ্ঠ ঘরে
প্রদীপ নিয়ে দাড়ানো এক
প্রদীপ রাঙা সুরবালা ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।