ইন্দরাণু {২}
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ইন্দুরাণী রে...
ও ইন্দুরাণী
তোমাকে পাবার আশে
আর কত সম্মান করব হানি!

তোমার আশায় থাকতে থাকতে
যৌবন নদী গেল শুকে
কবে তুমি আসবে আমার এই বুকে।

ইন্দুরাণী রে...
ও ইন্দুরাণী
কত আশা করেছিলাম তোমায়
করব যুবজানি!
কিসের আশে কিসের লোভে
আমার মুখে জীবন হানি?

ইন্দুরাণী রে...
ও ইন্দুরাণী
কবে তুমি ভালবাসবে
প্রেম মাজারে নিবে টানি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।