টু-লাইনার ২৬৬-২৭০
- ফয়েজ উল্লাহ রবি

লিখতে লিখতে করে দিল জীবন পার
হঠাৎ আসবে খবর চলে গেছে পরপার।

এই মনের প্রিয় তুমি এই মনেতে থাক,
আমায় কি গো তোমার মনে রাখ।

তুমি জাগবে কবে, উঠো দেখ মেলে আঁখি
তোমার বিশ্বাস ভাঙ্গছে কেউ নেই আর বাকী।

মানুষ হয়ে পশুর মতো যখন চুরি মারছিল
দূরে থেকে তুমি তার ভিডিও করছিলে

স্বর্গ-নরক নয় তো দূর, তোমার মনে বাস
উঁকি মেরে দেখ পাবে যে তার আভাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।