ভালবাসা দিতে চাই?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে নবীন
কি দিয়ে তোদের বরণ করিব,
আমাদের তো কিছু নাই আমরা নিঃস্ব
আমাদের শুধু ভালবাসা আছে
ভালবাসা আছে
ভালবাসা ছাড়া কিছু নাই?

আমরা ভালবাসার ডালা সাজিয়েছি
তোদের বরণ করব বলে!
ভালবাসা ছাড়া কিছুই দিতে পারব না
আমাদের শুধু ভালবাসা আছে
ভালবাসা আছে
ভালবাসা ছাড়া কিছু নাই?

ভালবাসার মাল্য দিয়ে
বরণ করিতে চাই,
ভালবাসা দিয়ে তোদের উদ্দীপ্ত করিতে চাই
আমাদের শুধু ভালবাসা আছে
ভালবাসা আছে
ভালবাসা ছাড়া আর কিছু নাই?

ভালবাসা দিয়ে
জীবন রাঙ্গিয়ে দিতে চাই,
ভালবাসা দিয়ে আগলে রাখতে চাই
ভালবাসা দিয়ে তোদের মাঝে বেঁচে থাকতে চাই!
আমাদের শুধু ভালবাসা আছে
ভালবাসা আছে
ভালবাসা ছাড়া আর কিছু নাই?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।