টু-লাইনার ২৭১-২৭৫
- ফয়েজ উল্লাহ রবি
“যার হারিয়েছে সব সে কি যায় পূর্ণতার পিছে,
মায়ার ডোরে বাঁধলে যারে সব কি ছিল মিছে”।
টাকা টাকা করে মানুষ, টাকার অনেক দাম
টাকা ছাড়া হয়না কিছুই সম্মান কিংবা নাম।
মানুষ আজ নেই মানুষ লোভে পরে হচ্ছে বেহুশ!
কতো খেলা খেলে রঙ্গের দুনিয়ায় উড়ছে হয়ে ফানুশ।
ভূখা দাঁড়িয়ে, তুমি কালো পাথরে ঢাল দুধ,
বস্ত্রহীন শীতে কাঁপে মাজারে ছড়াও চাদর।
যা হয়ে গেছে পাওয়া, তা যেন লাগে কম
হারানোটা একটু বেশি কষ্ট দেয় থাকে শুধু গাম।
(“গাম” অর্থ-দুঃখ হিন্দি শব্দ)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।