অচল টাকা চলবে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

পাঁচশো ও হাজার টাকার নোট, চলবে অচল টাকা ,
ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনায়াসে, সে টাকা যাবে রাখা।
ব্যাঙ্ক চালু, এটিএম চালু, ব্যাঙ্কে হচ্ছে টাকা বদল,
ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম রিক্সা চালকের দল।

হাসপাতালে, মেডিকেল-স্টোরে নিচ্ছে টাকা সবাই,
ক্রেডিট কার্ডে সব যাবে কেনা, কোথাও বারণ নাই।
স্কুল, কলেজ, পোস্ট অফিসেও নিচ্ছে টাকা এবার,
দুদিন পরেই ছাপা নতুন নোটে ছেয়ে যাবে বাজার।

কালোবাজারী ও কালো টাকায় ছেয়ে গেছে দেশ,
চালে তেলে দিচ্ছে ভেজাল, ভেজালের নাই শেষ।
প্রধানমন্ত্রীর জন-ধন-যোজনা ঘুচাবে গরীবের দুখ,
বীমা যোজনায় টাকা করলে জমা তবেই পাবে সুখ।

ভারত হবে সোনার ভারত, বদলে যাবে তার হাল,
দিন আগত সুদিন আসছে, আসবে নতুন সকাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৪-১১-২০১৬ ২০:৩৫ মিঃ

অনেক ভাল লাগল সত্যিই বিমোহিত

১২-১১-২০১৬ ১৮:১৫ মিঃ

প্রীতি ও শুভেচ্ছা জানাই কবিবন্ধু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০-১১-২০১৬ ১৩:৫৩ মিঃ

.
দারুণ! ছন্দে আজকের চিত্রটা তুলে ধরলেন।

আর আমার কাছেও কিন্তু ৫০০/১০০০ টাকার নোট জমা আছে
আমি অনেক দেশের টাকা সংগ্রহ করে থাকি সেই হিসেবে
হারিয়ে যাওয়া টাকা গুলো আমার কাছে থাকবে জমা।
ধন্যবাদ শুভেচ্ছা রইল দাদা।