টু-লাইনার ২৭৬-২৮০
- ফয়েজ উল্লাহ রবি

এতো নকলের ভিড়ে বাঁচা বড় দায়-
পিঁপড়ে মারার ওষুধে পিঁপড়ে ঘুরে-বেড়ায়।

ভালবাসার নেই যে পরিমান দৈর্ঘ্য কিংবা প্রস্থ,
এই মহা অনুভুতি হৃদয় পটে হয়না প্রকাশ কতো মস্ত।

এতো আলো দেখেনি কভু ঢাকাবাসী এর আগে,
থাকুক এমন দ্বীপ্যমান, আলো খায়না যেন বাঘে।

প্রতিদিন সূর্য উঠে সূর্য ডুবে এক নিয়মে,
দিনে-দিনে জীবন হচ্ছে যে শেষ এক নিমিষে।

হক কথার ইদানিং নেই যে ভাই কোন দাম
চতুরতা করে আদায় করে (প্রায়) সবাই কাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।